খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বৃষ্টিপাত না থাকলেও কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় জেলার মহালছড়ির চেঙ্গী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুটি ইউনিয়নের ২০০টির বেশি পরিবার পানিবন্দি রয়েছে।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান জানান, উপজেলার চার গ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ওইসব এলাকার বহু পরিবার পানিবন্দি।
এদিকে শুক্রবার (৮ আগস্ট) সকালে চিটাগাংপাড়া ও সিলেটিপাড়ায় পানিবন্দি পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বন্যার্ত অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী ও খাবার স্যালাইন দেওয়া হয়।
এ সময় সেনাবাহিনীর মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ, মেজর মোস্তাফিজ উপস্থিত ছিলেন।
এডি/আরবি