অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১১ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (নীলফামারী-৫৬ বিজিবি) সদস্যরা। দালালের সহায়তায় পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশে চেষ্টা করে।
শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার দেবনগর ইউনিয়নের শুকানী বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতরে আমজোয়ানী এলাকা থেকে তাদের আটক করা হয়।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি অভিযানিক দল শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪২/১-এস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আমজোয়ানী এলাকায় অভিযান চালিয়ে এসব নারীকে আটক করে।
আটক হওয়া এসব নারী যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, একাধিক দালালের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে সীমান্তে এসে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটক নারীদের কাছ থেকে নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, সদর দপ্তরের নির্দেশনায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১১ নারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হচ্ছে।
এমইউএম