ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

সারাদেশ

নীলফামারীতে বাবাকে গালাগাল-মাকে মারধর, ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, আগস্ট ৯, ২০২৫
নীলফামারীতে বাবাকে গালাগাল-মাকে মারধর, ছেলের কারাদণ্ড কারাদণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী

বাবা-মাকে গালাগাল ও মায়ের গায়ে হাত তোলার অপরাধে গোলাম রব্বানী (২৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীব গ্রামে।

পরে শুক্রবার (৮ আগস্ট) রাত ১টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় ভ্রাম্যমাণ আদালত রব্বানীকে এ সাজা দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে শনিবার (৯ আগস্ট) নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু জানান, সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম রব্বানী গত কয়েক বছর ধরে ব্যবসা করছিলেন এবং সুন্দরভাবে জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ গত দুই-তিন মাস ধরে রব্বানী অতিরিক্ত টাকা রোজগারের আশায় অনলাইনে ক্যাসিনো গেম খেলা শুরু করেন। ক্যাসিনোতে ব্যবসার পুঁজি শেষ করার পর বাড়ির জমানো টাকাও শেষ করে ফেলেন।

শুক্রবার (৮ আগস্ট) গোলাম রব্বানী ক্যাসিনো খেলার টাকা জোগাতে বাড়ির গরুসহ অন্যান্য জিনিসপত্র বিক্রির চেষ্টা করলে তাঁর মা ও বাবা বাধা দেন। এ সময় গোলাম রব্বানী তাঁর বাবাকে গালাগাল করেন এবং সেই সঙ্গে তাঁর মায়ের গায়েও হাত তোলেন বলে শুনেছি।

পরে তাঁর বাবা ও মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রীতম সাহা তাঁকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, আসামি নিজ মুখে তাঁর বাবা-মাকে অন্যায়ভাবে উচ্চ স্বরে কথা বলে অপমান করেছেন এবং সেই সঙ্গে তাঁর মায়ের গায়েও হাত তুলেছেন বলে স্বীকার করেছেন। এ জন্য ১৮৬০-এর ৩৫৫ ধারা মোতাবেক ওই ব্যক্তিকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানীকে শনিবার (৯ আগস্ট) দুপুরে নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।