কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে শোকজ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) তাকে এ-সংক্রান্ত কারণ দর্শানো নোটিশ পাঠান দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা ও জেলা প্রশাসক (ডিসি), কুমিল্লাকে নিয়ে আপনার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া গত ১১ ও ১২ আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আপনাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে জবাব দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
এ বিষয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া জানান, আবদুল গফুর ভূঁইয়ার একাধিক ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা এর জবাব চেয়েছি। জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৮ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দীন শিশিরকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার ডিসি। সে অনুযায়ী শিক্ষাবোর্ড চেয়ারম্যান বিষয়টি প্রতিষ্ঠানটির প্রধানের কাছে পাঠান। বিষয়টি জানার পর সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া মোবাইলফোনে শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও নানা হুমকি দেন।
এসআরএস