দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বুলি আক্তার (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হ্যাচারি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বুলি আক্তার পৌর শহরের মোজাফফর নগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর–ফুলবাড়ী মহাসড়কের মৎস্য বীজ উৎপাদন খামার (হ্যাচারির) পশ্চিম পাশে রেললাইনের ধারের জমিতে ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে প্রথমে নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে পুলিশের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করতে সিআইডির রংপুর টিমকে খবর দেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে পরিচয় নিশ্চিত করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআরএস