ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কুমিল্লায় চারজন নিহত: উল্টোপথে আসা সেই বাস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, আগস্ট ২৪, ২০২৫
কুমিল্লায় চারজন নিহত: উল্টোপথে আসা সেই বাস জব্দ জব্দ বাসটি

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) জেলার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের খাদঘর এলাকার মানামা হোটেলের সামনে থেকে বাসটি জব্দ করা হয়।

 

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (২২ আগস্ট) মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে আসায়, তাকে সাইড দিতে গিয়ে সিমেন্টবোঝাই একটি লরি রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা প্রাইভেটকারের ওপর কাত হয়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন (বাবা, মা ও দুই ছেলে) নিহত হন। দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসটিকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলাচল করার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

ওসি ইকবাল বাহার মজুমদার জানান, বাসটি শনাক্তের পর পুলিশের অভিযান অব্যাহত থাকে। গোপন খবর পেয়ে রোববার দুপুরে দেবিদ্বারের খাদঘর এলাকার মানামা হোটেলের সামনে মাঠ থেকে বাসটি জব্দ করা হয়। তবে এ সময় বাসটির চালক বা তার সহকারী (হেলপার) কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর তারা বাসটি ফেলে রেখে আত্মগোপনে চলে যান। চালক ও হেলপারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

** কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের ৪ জন নিহত

** কুমিল্লায় দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার ঘটনায় মামলা

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।