হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে তোলা ১৫ হাজার ঘনফুট সাদা বালু (বিট বালু) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দীঘলবাগ ও ইনাতগঞ্জ ইউনিয়নের নদী এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন। এ সময় নবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বাংলানিউজকে বলেন, বালু উত্তোলনকারীরা আগেই পালিয়ে যান। তারা বালু তুলে বিক্রির জন্য স্তূপ করে রেখেছিলেন। এ বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে দীর্ঘদিন ধরে সাদা বালু লুট হচ্ছে। প্রতিদিন নদীর অন্তত ১০-১৫টি স্পট থেকে ড্রেজার মেশিনে বালু তোলা হচ্ছে। চিহ্নিত ও প্রভাবশালী বালু ব্যবসায়ীদের দখলে এখন নদীর বড় অংশ। এতে ব্যাপক নদীভাঙন দেখা দিচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি ও আশপাশের বাড়িঘর।
সেখানে গিয়ে দেখা যায়, নবীগঞ্জের দীঘলবাক, দুর্গাপুর, পাহাড়পুর ও পারকুল এলাকায় বৃহৎ ড্রেজার মেশিন বসিয়ে শতাধিক শ্রমিক কাজ করছেন। নদী থেকে তোলা বালু নদীর তীর ও কৃষিজমিতে স্তূপ করে রাখা হচ্ছে, পরে বিক্রি হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের জায়গাসহ বিভিন্ন স্থানে।
ইউএনও রুহুল আমীন আরও জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
এসআই