ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাগুরায় আবাসিক এলাকায় কলকারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, আগস্ট ২৮, ২০২৫
মাগুরায় আবাসিক এলাকায় কলকারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

মাগুরা: আবাসিক এলাকায় মিল, কলকারখানা ও ভারি যানবাহন বন্ধের দাবিতে মাগুরা পৌর বাসটার্মিনাল গুলশানপাড়ার মানুষ মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে গুলশানপাড়ায় ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, আবাসিক এলাকায় পলিথিন কারখানা গড়ে উঠেছে, যার কারণে পরিবেশ বিপর্যস্ত হয়ে এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন।  

অন্যদিকে, নতুন করে একটি বিস্কুট কারখানা নির্মাণ হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি চরম শব্দ দূষণেরও সৃষ্টি হয়েছে। এতে এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে উঠছে বলে অভিযোগ বক্তাদের।

এলাকাবাসী আরো অভিযোগ করেন, হাইওয়ের পাশে ভারী মালামাল বোঝাই করে যানবাহন চলাচল করায় রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।