ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নওগাঁয় সরকারি চাল জব্দ, ৯ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, আগস্ট ২৯, ২০২৫
নওগাঁয় সরকারি চাল জব্দ,  ৯ জনের নামে মামলা ফাইল ফটো

নওগাঁ: নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় নয়জনকে আসামি করে মামলা করেছেন উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান।

ঘটনার চারদিন পর বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাণীনগর থানায় এ মামলা করেন তিনি।

রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান, ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল। এরই মধ্যে ২৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে ক্রয়-বিক্রি নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুদ রয়েছে। এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিরাজুল ইসলামের বাড়ি থেকে দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার চালগুলো গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়। পরে তদন্তের মধ্যে দিয়ে জড়িতদের শনাক্ত করে নয়জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া জব্দ চালগুলো উপজেলা খাদ্যগুদামে হেফাজতে রাখা হয়েছে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান সাতজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।