ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-পাবনা মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, আগস্ট ৩১, ২০২৫
চাঁদাবাজির অভিযোগে ঢাকা-পাবনা মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ট্যাংকলরি শ্রমিকেরা ৪ ঘণ্টাব্যাপী ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঘাবাড়ি নৌবন্দরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

এতে বন্ধ হয়ে যায় যান চলাচল এবং ৪ কিলোমিটার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা জানান, শনিবার (৩০ আগস্ট) রাতে বাঘাবাড়ীতে অবস্থিত উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা চালিয়ে চাঁদা দাবি করে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিএনপি নেতারা। এ ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতারা। তাদের দাবি, বাঘাবাড়ী পোর্ট এলাকায় নৌকাবাইচের আয়োজন করছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এই ভরা মৌসুমে নৌকাবাইচের ফলে বন্দর ইজারাদারের অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হবে। এ নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এজন্যই তারা চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলন করছে।

পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আনিস জানান, বিএনপির নেতারা চাঁদাবাজি করে না, বরং চাঁদাবাজি করে শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা অসময়ে নৌকাবাইচ আয়োজন করে পোর্টের ক্ষতিসাধন করার চেষ্টা করছে। এখন আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের টাকা নিয়ে আন্দোলনের নামে বিএনপিকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলন করেছে ট্যাংকলরি শ্রমিকরা। তবে শ্রমিক নেতাদের বুঝিয়ে বলায় তারা অবরোধ তুলে নিয়েছেন। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।