ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে রোববার (৩১ আগস্ট) রাতে। এ আদেশে সোমবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।
তবে শিক্ষার্থীদের অনেকেই হল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছেন।
রোববার বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
যদিও আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই হল ছাড়বেন না বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিলেন।
তবে সকাল থেকেই শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। সকাল ৯টার আগেই ছাত্রীদের হলগুলো প্রায় ফাঁকা হয়ে যায়। তবে ছাত্ররা সবাই এখনও হল ছাড়েননি। সকাল ৯টার কিছু পর বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের সামনে তারা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হল ছেড়ে দিতে বলেছেন। বাড়ি থেকেও দুশ্চিন্তা করছে। সেই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও আছে। সব মিলিয়ে হল ছাড়তে বাধ্য হচ্ছি।
তবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, গতকাল বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, সে সময় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো আমাদের হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, আমরা এটি মানবো না। হল ছাড়বো না।
এসআই