ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোরে ভ্যানচালক হত্যার রহস্য উন্মোচন, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, অক্টোবর ১৫, ২০২৫
যশোরে ভ্যানচালক হত্যার রহস্য উন্মোচন, আটক ৩ যশোরের শার্শা উপজেলায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

যশোর: জেলার শার্শা উপজেলায় নিখোঁজ ভ্যানচালক আব্দুল্লাহ (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে শার্শা থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ টিম।

গত ১০ অক্টোবর রাতে নাভারণ এলাকা থেকে আব্দুল্লাহ নিখোঁজ হন। পরদিন তার বাবা ইউনুস আলী শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ঝিকরগাছা এলাকায় তার ভ্যান উদ্ধার করে এবং তিন সন্দেহভাজন মুকুল হোসেন, আশানুর জামান আশা ও সাগরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা জানতে পারে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশানুরের নির্মাণাধীন বাড়ির বাক্স থেকে আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক সেবনের সময় পূর্ব শত্রুতার জেরে মুকুল ছুরি দিয়ে আব্দুল্লাহকে হত্যা করে। পরে অন্যরা লাশ গুম করে।

এ ঘটনায় শার্শা থানায় হত্যা মামলা (নম্বর-১৮) হয়েছে। গ্রেপ্তার আশানুর জামানের বিরুদ্ধে আটটি ও সাগরের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

আশানুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা পোশাক, বাক্স ও ভ্যান উদ্ধার করেছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।