যশোর: সাপের কামড়ে যশোরে আজিম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছে তার বোন হালিমা (৮)।
সোমবার (০১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ভাড়া বাড়িতে ভাইবোনকে সাপে কামড়ায়। তাদের বাড়ি উপজেলার বিজয়রামপুর গ্রামে। পিতার নাম আব্দুর রহমান।
হালিমা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনকার মতো তারা ভাড়াবাড়ির ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। ভোর ৫টার দিকে বিষধর সাপ ভাইবোনকে কামড়ায়। তাদের কান্নাকাটিতে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কিন্তু, স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না থাকায় পরিবারের লোকজন তাদেরকে নিয়ে যায় চালকিডাঙ্গার একজন ওঝার কাছে। সেখানে মারা যায় আজিম।
হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান চিকিৎসক।
এসএইচ