ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, সেপ্টেম্বর ৫, ২০২৫
প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক

ফরিদপুর: প্রশাসনের আশ্বাসে চার ঘণ্টা পর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে করা অবরোধ থেকে সরে দাঁড়িয়েছেন স্থানীয়রা।  

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং সাড়ে বারোটা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরুদ্ধ করে প্রতিবাদ করেন স্থানীয়রা।  

তারা গাছের গুঁড়ি ফেলে ও সড়কে টায়ার জ্বালিয়ে অন্তত পাঁচটি স্থানে অবরোধ করেন। অবরোধের কারণে ওই দুটি মহাসড়কে সব প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়। এতে দক্ষিণঅঞ্চলের অন্তত ১৬টি জেলার যানবাহন আটকা পড়ে।  

আন্দোলনকারীরা জানান, দুপুর ১২টার দিকে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে এসে দাবির প্রতি সহমত পোষণ করেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।  

একপর্যায়ে ইউএনও ভোগান্তির কথা চিন্তা করে আন্দোলনকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে ইউএনওর আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর সোয়া ১২টার দিকে অবরোধ থেকে সরে যান তারা

তবে আগামী মঙ্গলবারের মধ্যে দাবি পুরন না হলে পুনরায় কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

ইউএনও মো. মিজানুর রহমান জানান, ভাঙ্গাবাসীর দাবির প্রতি তিনি সহানুভূতিশীল। এটি ঐতিহ্যবাহী উপজেলা। বিষয়টি তিনি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।