ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

না.গঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, সেপ্টেম্বর ১৫, ২০২৫
না.গঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা নারায়ণগঞ্জের ম্যাপ।

নারায়ণগঞ্জ: ‎নারায়ণগঞ্জে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর শিপলু নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাবুরাইল বৌ বাজার এলাকায় পলাশ নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), মোহিনী আক্তার মীম (২৫) ও আফরান (৪)।

জানা যায়, বিকেলে স্থানীয়রা ও শিপলুর আত্মীয়-স্বজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিপলুর লাশ দেখতে পায় পুলিশ। এ সময় অপর রুম থেকে শিপলুর স্ত্রী মীম ও তাদের চার বছরের ছেলে আফরানের লাশ উদ্ধার করা হয়।

বাবুরাইল এলাকার একটি সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। ২০২১ সালে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সমিতির টাকার বেশ কিছু লেনদেন বকেয়া ছিল শিপলুর। সমিতির গ্রাহকরা প্রায়ই টাকা পরিশোধের জন্য শিপলুকে চাপ দিতেন। এই চাপ সইতে না পেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, স্ত্রী ও শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর শিপলু নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আর্থিক সমস্যার কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।