ঝিনাইদহ: জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলের ঝিনাইদহ জেলা কমিটি।
শনিবার (১১ অক্টোবর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা ও মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহদপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করা হয়।
জেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়েছে হয়েছে বলে নেতৃবৃন্দ দাবি করেন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, আসাদুজ্জামানের সাথে তার কোনদিন ব্যবসায়িক লেনদেন ছিল না। উপরুন্তু আসাদুজ্জামানের এক আত্মীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়। সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।
এসএইচ