ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ঘিওরে খিড়াই নদীতে ভেসেছিল ইমামের লাশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, সেপ্টেম্বর ১৬, ২০২৫
ঘিওরে খিড়াই নদীতে ভেসেছিল ইমামের লাশ  মো. রফিকুল ইসলাম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়ার এক মসজিদের ইমাম রফিকুল ইসলামের (৩৮) লাশ স্থানীয় নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈন্যা প্রসাদ এলাকার খিড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

রফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, জেলার ঘিওর উপজেলায় বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রসাদ এলাকায় মো. রফিকুল ইসলাম প্রায় এক বছর ধরে একটি মসজিদে সুনামের সঙ্গে ইমামতি করে আসছিলেন। গত রোববার (১৪ সেপ্টেম্বর) ফজরের নামাজ পড়ান তিনি। এরপর যোহরের নামাজের সময় থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মসজিদের সংশ্লিষ্ট ও স্থানীয় লোকজন তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন কিন্তু তার কোনো সন্ধান মেলে না।  

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে পুখুরিয়া খিড়াই নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে এটি উদ্ধার করলে দেখা যায় ইমাম মো. রফিকুল ইসলামের লাশ।  

বৈন্যা প্রসাদ পূর্বপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, গত রোববার ফজরের নামাজ আদায় করেছি ইমাম রফিকুল ইসলাম ইমামতিতে কিন্তু যোহরের নামাজের সময় থেকে তার খোঁজ খবর পাওয়া যায়নি। আজ সকালে নদী থেকে তার লাশ উদ্ধার হলো।  

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমাম রফিকুল ইসলামের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।