ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সিলেট-ঢাকা মহাসড়ক নিয়ে সুখবর দিলেন ডিসি সারওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, সেপ্টেম্বর ১৬, ২০২৫
সিলেট-ঢাকা মহাসড়ক নিয়ে সুখবর দিলেন ডিসি সারওয়ার

দীর্ঘসূত্রিতার কারণে থমকে থাকা ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ আগামী পাঁচ-ছয় মাসের মধ্যেই পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ চলমান থাকায় আলাদা করে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। ফলে সড়কের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হলেও তা মেরামত করা যাচ্ছে না। আমরা সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করেছি। দীর্ঘদিন ধরে আটকে থাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ। এতে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বর্তমানে সিলেট থেকে ঢাকা যেতে অনেক সময় ১৪ থেকে ১৫ ঘণ্টাও লেগে যাচ্ছে।

তিনি আরও জানান, জমি অধিগ্রহণে জটিলতার কারণে এ প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। তবে সম্প্রতি উর্ধ্বতন কর্মকর্তারা সিলেট সফরে এসে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। আশা করা হচ্ছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সিলেট অংশের জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। ইতোমধ্যে বিদ্যুৎ ও গ্যাসের লাইনসহ বিভিন্ন ইউটিলিটি সরিয়ে নেওয়া হয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, জমি অধিগ্রহণ জটিলতায় গত চার বছরে কাজের অগ্রগতি হয়নি ১০ শতাংশও। অথচ ২০২১ সালে ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর-৬ লেন সড়ক উন্নয়ন প্রকল্প’ শুরুর সময় নির্ধারিত ছিল ২০২৬ সালে কাজ শেষ করার লক্ষ্য। প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ধার্য এ প্রকল্পে সাতটি জেলার মোট ৮২৯ দশমিক ৮৩ একর জমি অধিগ্রহণের প্রয়োজন হলেও এখনো ৮৫ শতাংশ জমি অধিগ্রহণ বাকি রয়েছে।

২৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।