নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে ইদন মিয়া হত্যাকাণ্ডের এক দিনের মাথায় ফেরদৌসী আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আলোকবালী ইউনিয়নের বীরগাও সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌসী একই ইউনিয়নের বারগাঁও সাতপাড়া গ্রামের রয়েস আলীর স্ত্রী।
এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে বিএনপির দুটি বিবদমান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুম মিয়ার পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে ১৮ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে শাহ আলম চৌধুরীর পক্ষের হামলায় গুলিতে কাইয়ুম সমর্থক ইদন মিয়া (৬০) নিহত হন। এ সময় গুলিবিদ্ধসহ আরও ১০ জন আহত হন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৯ সেপ্টেম্বর দুপুরে জুমার নামাজ চলাকালে কাইয়ুম পক্ষের হামলায় শাহ আলম পক্ষের সমর্থক সাতপাড়া গ্রামের রয়েস আলীর বাড়ির উঠানে তার স্ত্রী ফেরদৌসীকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ হামলার ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
** নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
এসআরএস