ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

হাতীবান্ধায় বসুন্ধরা শুভসংঘের কমিটি পরিচিতি ও মতবিনিময়সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
হাতীবান্ধায় বসুন্ধরা শুভসংঘের কমিটি পরিচিতি ও মতবিনিময়সভা

বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা শাখার নতুন কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময়সভা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ, স্থানীয় সাংবাদিক রবিউল ইসলাম, সাজু চৌধুরী, এস মোস্তাকিন, মাসুদ বাবু, বসুন্ধরা শুভসংঘ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মিনহাজ হাসান মিনয়, সাধারণ সম্পাদক হিমিকা শামীম আর্নিকা, সহসভাপতি লিমন হোসেন লাজু, সহসভাপতি শরিফুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক জয়দেব বর্মন জয়ন্ত, সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন পারভেজ,  প্রচার সম্পাদক সাজিদুল ইসলাম সিয়াম, ক্রীড়া সম্পাদক ব্রজেন রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম সরকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য, রবিউল ইসলাম রবি, সাজু চৌধুরী, মাসুদ বাবু, সিদরাতুল মোত্তাকিন, রুহানি, সৈকত, রাদিত, লিয়াত, আলিমুল, জাহিদ বাবু ও আলামিন।

সভায় উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মিনহাজ হাসান মিনয় বলেন, ‘আমাদের সদস্যদের পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্যদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিমিকা শামীম আর্নিকা বলেন, ‘সকলের মতামতের ভিত্তিতে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। এরপর সে অনুযায়ী কাজ করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ