ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ময়মনসিংহে অসুস্থ হামিদা খাতুনের পাশে বসুন্ধরা শুভসংঘ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, অক্টোবর ১২, ২০২৫
ময়মনসিংহে অসুস্থ হামিদা খাতুনের পাশে বসুন্ধরা শুভসংঘ  ময়মনসিংহে অসুস্থ হামিদা খাতুনের পাশে বসুন্ধরা শুভসংঘ 

ময়মনসিংহ: ময়মনসিংহে অসুস্থ হামিদা খাতুনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।  

শনিবার (১১ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে অসুস্থ হামিদা খাতুনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, হামিদা খাতুনের স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। হামিদা খুব অসুস্থ। অর্থের অভাবে তিনি চিকিৎসা চালাতে পারছেন না এবং প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। এ অবস্থায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। সংগঠনের পক্ষ থেকে  তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিন সৌরভ, আল শাহরিয়ার বিবেক, তানভীর আহমেদ নাঈম, শাহ আলম জীবন, মোহাম্মদ মাহিমসহ অনেকে।

বসুন্ধরা শুভসংঘকে কৃতজ্ঞতা জানিয়ে অসুস্থ হামিদা খাতুন বলেন, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি না, ওষুধও কিনতে পারি না। বসুন্ধরা শুভসংঘের ভাইয়েরা আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহর কাছে তাদের জন্য হাত তুলে দোয়া করি। আল্লাহ যেন তাদের ভালো করেন।

বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিন সৌরভ বলেন, আমরা হামিদা খাতুনের কথা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়েছি এবং আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতেও আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ