ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

নতুন বছরের নবজাতকের জন্য বসুন্ধরা শুভসংঘের উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
নতুন বছরের নবজাতকের জন্য বসুন্ধরা শুভসংঘের উপহার

নতুন বছরে জন্ম নেওয়া দেড়শ’ নবজাতক পাচ্ছে বসুন্ধরা শুভসংঘের উষ্ণতা। ওই নবজাতকদের জন্য শীতের পোশাক দেওয়া হচ্ছে।

মঙ্গলবার বিকেল থেকে বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে শিশুদের পোশাক পৌঁছে দেওয়া হয়।

বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

এ সময় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ মো. আকরাম হোসেন, বিডি অ্যানিমেল হেলথ এর স্বত্বাধিকারী মো. রাসেল আহমেদ বাবু, শুভসংঘের সদস্য চয়ন বিশ্বাস, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু বিষয়টি সমন্বয় করেন।

উদ্বোধনের পর সন্ধ্যা নাগাদ ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং হলিল্যাব হাসপাতালে শিশুদের পোশাক পৌঁছে দেওয়া হয়। বুধবার বাকি পোশাক পৌঁছে দেওয়া হবে। বিডি অ্যানিমেল হেলথ গত কয়েক বছর ধরে শুভসংঘের এ কার্যক্রমের পুরো আর্থিক দায়িত্ব বহন করে।

জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্মৃতি রানী রায় এ উদ্যোগকে স্বাগত জানান। হলিল্যাব হাসপাতালের চিকিৎসক ফৌজিয়া আক্তার জানান, গত কয়েক বছর ধরে শুভসংঘ যে কাজটি করে যাচ্ছে সেটি খুবই প্রশংসনীয়।

শুভসংঘের ব্রাহ্মণবাড়িয়া সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্না বলেন, ‘আমরা চেষ্টা করি ব্যতিক্রম কিছু করার। এর মধ্যে নতুন বছরে জন্ম নেওয়া শিশুদেরকে শীতের পোশাক দেওয়ার কার্যক্রমটি অন্যতম। এটি জেলায় বেশ সাড়া ফেলে। ’

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ