ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার নতুন কমিটি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জুলাই ৯, ২০২৫
বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার নতুন কমিটি 

বরগুনা: বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার ৩৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে আমতলী ডাকবাংলো কনফারেন্স হলে এক সভায় সর্বসম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় মো. সাইফুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান, উপদেষ্টা মো. আল আমিন (বাবু), সহ-সভাপতি জোসেব মাহতাব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুক্তা রানি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গাজী নাসির, সমাজকল্যাণ সম্পাদক টি এম রেদওয়ান বায়েজিদ এবং নারীবিষয়ক সম্পাদক সাজেদা তালুকদার।
কার্যনির্বাহী সদস্যরা হলেন-মাহতাবুর রহমান, কামরুল হাসান সাইমুন, এইচ এম রাসেল, রিপন মুন্সি, ফখরুদ্দীন তইসিন, মো. সাইফুল ইসলাম, রেজাউল করীম হাদী, মাসুম বিল্লাহ, মো. ইমরান হোসাইন, কামরুজ্জামান জয়, মো. আবু বকর নকীব, মো. আল আমিন কাজী, মো. তাওহিদুল ইসলাম, নির্মলেন্দু মিত্র, মো. সেলিম খান, বিপ্লব হাওলাদার, মো. নাজমুল হাসান, মোহনা আক্তার বৈশাখী, ফারজানা আক্তার, মো. নাজিম উদ্দিন, মো. নাইম ইসলাম ও মো. হাবিবুর রহমান।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্টী বসুন্ধরা গ্রুপের সামাজিক ও মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। এ সংগঠন দীর্ঘদিন ধরে দেশব্যাপী তরুণদের নিয়ে সমাজসেব ও উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।