রংপুর: জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের কুটিরপাড়া এলাকার শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি স্কেচ প্রতিযোগিতা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থী। প্রতিযোগিতার বিষয় ছিল ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের বীরত্বগাথা’।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন।
উপস্থিত ছিলেন শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের শিক্ষক মো. আনিসুর রহমান আনিস, শিক্ষক মো. গোলাম রব্বানী, শিক্ষক মো. মিলন মিয়া, শিক্ষক মো. শহিদুল ইসলাম সাজু, বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, অর্থ সম্পাদক সোহাগ দাশসহ অনেকে।
শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার বলেন, এ ধরনের আয়োজন শিশুদের ভেতরের প্রতিভা বিকাশে সাহায্য করে। তারা লেখাপড়ার পাশাপাশি সৃজনশীলতার চর্চায়ও উৎসাহ পাবে।
শিশুরা খাতায় রং, রেখা ও লেখার মাধ্যমে প্রকাশ করে তাদের স্বপ্ন, ভালোবাসা ও সচেতনতার বার্তা। বিচারকের দায়িত্বে ছিলেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
প্রতিযোগিতা শেষে তিনজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ রংপুর শাখার সমন্বয়ক গোলজার রহমান আদর বলেন, আমরা চাই, শিশুদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে উঠুক। তাই এ ধরনের সৃজনশীল আয়োজন করে থাকি।
আয়োজন শেষে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের আঁকা বাছাইকৃত কিছু স্কেচ প্রদর্শন করা হয়। অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা এতে বেশ উৎসাহ দেখান।
এসআই