পরিবেশের ভারসাম্য রক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শহরের ফৌজদারি মোড় থেকে নতুন বাইপাস সড়কের পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জামালপুর শাখার সভাপতি জসীমউদ্দিন জোয়ার্দার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাকারিয়া।
এ সময় বক্তব্য দেন- শুভসংঘ জামালপুর শাখার উপদেষ্টা ও আইনজীবী ইউসুফ আলী, সনাকের সহ-সভাপতি ও শুভসংঘের উপদেষ্টা একেএম আশরাফুজ্জামান স্বাধীন, বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী, কালের কণ্ঠের জামালপুর জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন এবং কমিটির সদস্য ইয়াসির আরাফাত।
আরো উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি লিখন শেখ, সাকিফ ভূঁইয়া কৌশিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণয়, হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান, প্রচার সম্পাদক মানিক, রিফাত জান্নাত রিমি ও ফিমু, নারীবিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, আপ্যায়ন সম্পাদক আসিফ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. নাইম এবং সদস্য মিরাজ হোসেন।
বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ রোপণ করে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এসআরএস