ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, আগস্ট ১৩, ২০২৫
বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার নতুন কমিটি গঠন মো. সাব্বির হোসেন রুপক, মো. ইমদাদুল হক ইমন ও এ ই এম ফাহিম হাসান

আগামী এক বছরের জন্য বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সভাপতি হিসেবে মো. সাব্বির হোসেন রুপক, সাধারণ সম্পাদক হিসেবে মো. ইমদাদুল হক ইমন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এ ই এম ফাহিম হাসান মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, ইফতেখার উল হক এবং মো. মহিউদ্দিন মোল্লাকে উপদেষ্টা করে বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

এই কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাদিয়া জাহান স্নেহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ও আফরিনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক নূর নাহার ফাতেমা ও ফারজানা আক্তার পলি, অর্থ সম্পাদক নিশাত আফরিন, দপ্তর সম্পাদক রিফাত হোসেন, নারীবিষয়ক সম্পাদক মেহেরুন নেছা, কর্ম ও পরিকল্পনা সম্পাদক গাজী মশিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিভা রানী দাস, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার বর্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাওদা আফরিন স্নেহা, সমাজকল্যাণ সম্পাদক মার্জিয়া মেহজাবিন রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জয় আহমেদ এবং কার্যকরী সদস্য নাফিজ মাহি, সিয়াম সিকদার, মরিয়াম সুলতানা, আদিবা আঞ্জুমান, ইমতিয়াজ আহমেদ ও মো. মুন বাবু।

বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক সচেতনতার পাশাপাশি সংগঠনটি দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য স্কুল পরিচালনা, প্রশিক্ষণসহ বিনামূল্যে সেলাই মেশিন প্রদান, দারিদ্র্য বিমোচনে স্বাবলম্বী কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে বিভিন্ন সামগ্রী বিতরণ, বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী ও নানা উপহার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, কৃষি ও কৃষকদের উন্নয়নে নানা কার্যক্রম, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো বিভিন্ন ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ