ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোকগীতিতে প্রথম হয়ে দেশসেরা হয়েছেন বসুন্ধরা শুভসংঘ, সরকারি আজিজুল হক কলেজ শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনসূয়া ভট্টাচার্য। একই প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন সংগঠনের সভাপতি নাজমুল হোসেন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই দুই কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন স্বাক্ষরিত প্রশংসাপত্র ও পাঁচটি করে বই তাদের হাতে তুলে দেন বসুন্ধরা শুভসংঘ, সরকারি আজিজুল হক কলেজ শাখার উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুল্লাহ আল-গণি।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম নিশাত, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালহা, দপ্তর সম্পাদক মোহাম্মদ রমজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজবাউল ইসলাম রাহাত, ইভেন্ট বিষয়ক সম্পাদক নূর নবী এবং সাধারণ শিক্ষার্থী নিয়াম, তৌফিক ও জান্নাত।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, এ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা ক্যাম্পাসে সাংস্কৃতিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। তাদের এ সাফল্যে পুরো কলেজ ক্যাম্পাসে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
গত ২৩ আগস্ট গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত চূড়ান্ত পর্বে লোকগীতি পরিবেশন করে প্রথম হন উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনসূয়া ভট্টাচার্য। তার গাওয়া লোকগীতিটি ছিল-‘আমি সেই চরণে দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয়’।
একই অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেন ফিন্যান্স বিভাগের নাজমুল হোসেন। বিজয়ীদের হাতে স্মারক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এসআই