ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ভোলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, সেপ্টেম্বর ৮, ২০২৫
ভোলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান  বসুন্ধরা শুভসংঘ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (৮ সেপ্টেম্বর) পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জনসাধারণকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করতে দ্বীপজেলা ভোলার ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের আঙিনা এবং বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

 

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ভোলা সদর শাখার সহ-সভাপতি এবং বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলা শাখার উপদেষ্টা মো. শরাফত হোসেন।

আরও উপস্থিত ছিলেন- ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার উপদেষ্টা মহিউদ্দিন মাসুদ, মো. শরীফ আল মামুন, মো. আব্দুর রহমান, ফারহানা রশিদ, বাদল চন্দ্র দে, জুমা কুণ্ডু, লোকেশ রঞ্জনা, বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম), সহ-সভাপতি আবিদ হোসেন রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি।  

এসময় বসুন্ধরা শুভসংঘ, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি নুহা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যুথী আক্তারের পরিচালনায় বসুন্ধরা শুভসংঘ, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।  

বসুন্ধরা শুভসংঘ আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বিদ্যালয়ের আঙিনা, নিকটবর্তী সড়ক, বাজার এলাকা থেকে আবর্জনা অপসারণ করেন এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।  

এসময় প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমানোর জন্য জনসাধারণকে আহ্বান জানান বসুন্ধরা শুভসংঘ, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার সদস্যরা।  

প্রধান অতিথি মো. শরাফত হোসেন বলেন, 'পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। শুধু একদিন নয়, প্রতিদিনই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন হতে হবে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। '

বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, 'পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই স্বাস্থ্যকর সমাজ গড়ার পূর্বশর্ত। সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যেতে হবে। '

বসুন্ধরা শুভসংঘ, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি নুহা বেগম বলেন, আমাদের বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। '

ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, 'আমরা চাই একটি পরিচ্ছন্ন শহর, এজন্য প্রত্যেকের উচিত নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা। বসুন্ধরা শুভসংঘের এরকম কার্যক্রমে সাধারণ মানুষও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলবে। '

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ