এনায়েত উল্যা খানের সাফল্যে নতুন একটি পালক যোগ হলো। নামের পাশে আরো একবার পদকের স্মারক চিহ্ন আঁকলেন এক সময়কার কোর্ট কাঁপানো শাটলার-জাতীয় কোচ।
ডাবলসের ফাইনালে এনায়েত-রাসেল জুটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রেফাজ-সিনহা জুটিতে হারিয়ে কাতারে শিরোপা উৎসবে মাতেন। গেল তিন আসরের চ্যাম্পিয়ন ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
গেল ১৩ ডিসেম্বর বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট কাতার-২০২৩ খেলতে ঢাকা ছাড়েন এনায়েত। ফিরবেন আগামী ১৯ ডিসেম্বর। খালি হাতে এই আসরে অংশ নিয়েছেন। দেশে ফিরবেন চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এআর/এএইচএস