ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
ভিসা জটিলতা কাটিয়ে ভারতে লিটন

ভারতের প্রো কাবাডি লিগে নিয়মিতই অংশ নেয় বাংলাদেশের খেলোয়াড়রা। এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন শুধু লিটন আলী।

বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড় লিটনকে ১৩ লাখ রুপিতে নিয়েছে ভারতের দক্ষিণ শহরের ক্লাব বেঙ্গালুরু বুলস। ভিসা জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে বেঙ্গালুরু বুলসের সঙ্গে যুক্ত হতে পারেননি। অবশেষে আজ বুধবার দুপুরে মুম্বাই গেছেন দলের সঙ্গে যুক্ত হতে।

ভারতে এই মৌসুমে প্রো কাবাডি লিগ শুরু হয়েছে গত ২ ডিসেম্বর। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র লিটন আলী নিলামের মাধ্যমে খেলার সুযোগ পেয়েছেন। গতবার বাংলাদেশ থেকে দুজন সুযোগ পেলেও এবার শুধু লিটনই দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। গতবার ছিলেন দিল্লির দলে। এবার তার দল কাবাডি লিগে রয়েছে অষ্টম স্থানে। লিটন সেখানে গিয়ে বাকি ১৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।