ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

দাবা রেটিং চ্যাম্পিয়ন সাকলাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, জানুয়ারি ৫, ২০২৪
দাবা রেটিং চ্যাম্পিয়ন সাকলাইন

ওয়ালটন রেটিং দাবায় গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে হারিয়েছেন ওয়ালিজা আহমেদ। দেশের ইতিহাসে এই প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারকে হারালেন নারী কোনো দাবাড়ু।

যদিও শেষদিকে ভালো অবস্থানে ছিলেন রিফাত। তবে ওয়ালিজার সঙ্গে পেরে ওঠেননি।

জয় পেয়ে উচ্ছ্বসিত ওয়ালিজা বলেন, ‘উনি সময় কম নিয়ে খেলে স্বচ্ছ্বন্দ, এটা সবাই জানেন। আজ তবু এটা হয়ে গেল। গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে জয়, ভাবতেই অন্যরকম লাগছে। ’

যদিও আসরের শেষ দিনের এই ঘটনা বাদ দিলে টুর্নামেন্টটা সাকলাইন মুস্তফা সাজিদের। শেষ দিনের নাটকীয়তায় ১৪ বছরের এই দাবাড়ুই আসরের শিরোপা জিতে নিয়েছে। শেষ দিনে ‍দুই ফিদে মাস্টার মনন রেজা ও শেখ নাসির আহমেদ ছিলেন যুগ্মভাবে শীর্ষে।

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের কাছে মনন ও সাজিদের কাছে হেরে যান নাসির। পরে টাইব্রেকিংয়ে জিয়াকে পেছনে ফেলে শিরোপা ওঠে সাকলাইনের হাতে। জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দ্বিতীয় শিরোপা এটি তার, ‘এই টুর্নামেন্টে জিএম, আইএমরা খেলায় এই শিরোপাটা আমার কাছে অনেক বড়। ’

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা এর সর্বশেষ