ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

বিসিবিতে বোর্ড মিটিং শনিবার, আলোচনায় যা থাকছে 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, মার্চ ৮, ২০২৪
বিসিবিতে বোর্ড মিটিং শনিবার, আলোচনায় যা থাকছে 

এক মাসের ব্যবধানে বিসিবিতে আবারও বসছেন পরিচালকরা। শনিবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।

 

এদিনই দুপুরে হবে বোর্ড মিটিং। এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রায় আট মাস পর হয়েছিল বোর্ড মিটিং।  

এবারের বোর্ড সভায় বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) থাকবে মূল আলোচনা। এর বাইরে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও কয়েকদিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়েও আলোচনার কথা রয়েছে।  

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হলেও গত বোর্ড সভায় সেটি নিয়ে আলাপ হয়নি। এর মধ্যেই সংবাদ মাধ্যমে কিছু কথা ছড়িয়ে পড়ে।  

তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে ওসব কথায় সেবার কোনো আলোচনা হয়নি এটি নিয়ে। এবার ওই প্রসঙ্গ আসতে পারে।  

সবশেষ বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তিন ফরম্যাটে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়। নতুন নির্বাচক প্যানেল ঘোষণাসহ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত হয়েছিল সেবার।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
এমএইচবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।