ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

খেলা

র‌্যাংকিংয়ে ফেরা ও ট্রফি জয়ের লক্ষ্য বাংলাদেশ ভলিবল দলের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, অক্টোবর ২০, ২০২৫
র‌্যাংকিংয়ে ফেরা ও ট্রফি জয়ের লক্ষ্য বাংলাদেশ ভলিবল দলের ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘদিনের অনুপস্থিতি কাটিয়ে এবার বড় স্বপ্ন নিয়ে কাভা কাপ খেলতে নামছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। শিরোপা জয়ের পাশাপাশি বিশ্ব র‌্যাংকিংয়ে নিজেদের হারানো অবস্থান পুনরুদ্ধার করাও দলের অন্যতম লক্ষ্য।

আগামী বুধবার (২৩ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে দক্ষিণ ও মধ্য এশিয়ার ছয় দেশের অংশগ্রহণে কাভা কাপ ভলিবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আফগানিস্তান, তুর্কমেনিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

একসময় এই টুর্নামেন্টে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালে অনূর্ধ্ব-২৩ দল নিয়েও শিরোপা জিতেছিল স্বাগতিকরা। তবে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ম্যাচ না খেলায় বর্তমানে ফিফার র‌্যাংকিংয়ে জায়গা নেই লাল-সবুজদের।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, র‌্যাংকিংয়ে ফিরে আসা এবার দলের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

টুর্নামেন্টকে সামনে রেখে দলকে প্রস্তুত করতে ফেডারেশন জাপান থেকে এনেছে অভিজ্ঞ কোচ রায়ান মাসাজেদিকে। মাত্র এক মাসের প্রস্তুতি নিয়েই দল মাঠে নামবে। তবু শিরোপার স্বপ্ন দেখছেন এই বিদেশি কোচ।

তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতির সময় খুব সীমিত ছিল, মাত্র এক মাস। দলে অভিজ্ঞ খেলোয়াড় যেমন আছেন, তেমনি রয়েছেন কিছু তরুণ যারা এখনো আন্তর্জাতিক পর্যায়ে খুব বেশি ম্যাচ খেলেনি। তবে এগুলো কোনো অজুহাত নয়, আমরা মাঠে নামব ট্রফির জন্য লড়তে। ’

রায়ান আরও বলেন, ‘প্রতিটি ম্যাচকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য ফাইনালে ওঠা, এরপর দেখা যাবে। তুর্কমেনিস্তান শক্তিশালী দল, অন্যরাও প্রতিদ্বন্দ্বিতা করবে। আগে থেকে কেউই বলতে পারে না কে জিতবে। ’

কাভা কাপে বাংলাদেশের ম্যাচসূচিও নির্ধারিত হয়েছে। উদ্বোধনী দিনেই স্বাগতিকদের প্রতিপক্ষ মালদ্বীপ। এরপর ২৪ অক্টোবর নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ২৫ অক্টোবর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, ২৬ অক্টোবর মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের, আর ২৭ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।