ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

খেলা

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ভাঙল ৫ রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, অক্টোবর ২০, ২০২৫
জাতীয় সাঁতারের প্রথম দিনেই ভাঙল ৫ রেকর্ড

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারুদের গতির ঝড়ে শুরু হলো ‘ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা’।  

চার দিনব্যাপী এই আসরের প্রথম দিনেই পুলে উঠেছে রেকর্ডের ঢেউ, সাঁতারে সৃষ্টি হয়েছে ৫টি নতুন জাতীয় রেকর্ড।

দিন শেষে ৮টি স্বর্ণসহ মোট ১৯টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার প্রতিযোগিতার প্রথম দিনে মোট ১২টি ইভেন্টের মধ্যে ১০টি ছিল সাঁতার এবং ২টি ডাইভিংয়ের। শুরু থেকেই নৌবাহিনীর সাঁতারুরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। দিনের সেরা তারকা ছিলেন নৌবাহিনীর কাজল মিয়া, যিনি একাই দুটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। পুরুষদের ২০০ মিটার ফ্রি স্টাইলে তিনি ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে মাহফিজুর রহমান সাগরের ২০১৬ সালের রেকর্ড ভেঙে দেন। এরপর ২০০ মিটার বাটারফ্লাইয়ে নিজের গড়া আগের রেকর্ড ভেঙে ২ মিনিট ৫.৯৫ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন কাজল।

নৌবাহিনীর আরেক সাঁতারু সামিউল ইসলাম রাফিও দেখিয়েছেন দুর্দান্ত নৈপুণ্য। পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ডই ভেঙেছেন তিনি। আগের ২৬.৭৯ সেকেন্ডের টাইমিংকে এবার ২৬.০৫ সেকেন্ডে নামিয়ে আনেন তিনি। পরে ৪x১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সতীর্থ নাহিদ, নুর আলম ও আসিফ রাজাকে সঙ্গে নিয়ে দলগতভাবেও নতুন রেকর্ডের অংশীদার হন রাফি।

পিছিয়ে ছিলেন না নারী সাঁতারুরাও। ৪x১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে মাইশা যুথী, এ্যানি ও সোনিয়াকে নিয়ে গড়া নৌবাহিনীর নারী দল দিনের একমাত্র নারী বিভাগের রেকর্ডটি নিজেদের করে নেয়।

পদক তালিকায় ৩টি স্বর্ণসহ মোট ১৩টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। ১টি স্বর্ণসহ ৪টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিকেএসপি।

এর আগে বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

এবারের আসরে বিভিন্ন বিভাগ, জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, বিকেএসপি এবং সার্ভিসেস দলসহ মোট ৬৭টি দলের ৫৯৫ জন সাঁতারু অংশগ্রহণ করছেন।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।