ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

পদক ছাড়াই অলিম্পিক থেকে বিদায় নাদালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, আগস্ট ১, ২০২৪
পদক ছাড়াই অলিম্পিক থেকে বিদায় নাদালের

এক সময় টেনিস কোর্ট মাতানো রাফায়েল নাদাল এখন ভুগছেন পারফরম্যান্স খরায়। প্যারিস অলিম্পিকেল সিঙ্গেলস থেকে তিনি বিদায় নিয়েছেন আগেই।

এবার ডাবলসেও পারলেন না। কার্লোস আলকারাসের সঙ্গে জুটি বেধে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় এই তারকাকে।

গতকাল রোঁলা গারোতে যুক্তরাষ্ট্রের জুটি রাজীব রাম এবং অস্টিন ক্রাইসেকের কাছে ২-৬, ৪-৬ গেমে হারতে হয় নাদাল ও আলকারাসকে।  

গ্যালারি হিসেব করলে সমর্থন বেশি পেয়েছেন স্পেনের জুটি। কিন্তু কোর্ট মাতিয়েছেন যুক্তরাষ্ট্রের জুটিটি। পুরোটা সময় লড়েছেন তারা। অপরদিকে ছন্দ হারিয়ে ফেলে নাদাল ও আলকারাস। শেষ পর্যন্ত আর পেরেও উঠলেন না তারা। হারতে হয়েছে বাজেভাবে।  

ডাবলস থেকে বিদায়ের পর কোনো পদক ছাড়াই অলিম্পিক ছাড়তে হচ্ছে নাদালকে। তবে লড়াইয়ে এখনও রয়েছেন আলকারাস। সিঙ্গেলসে তিনি আজ মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের টমি পলের।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।