ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্যারালিম্পিকের বহর কমাল মন্ত্রণালয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
প্যারালিম্পিকের বহর কমাল মন্ত্রণালয়

অ্যাথলেট মাত্র দুজন হলেও প্যারালিম্পিক গেমসের বহরে সফরসঙ্গী হিসেবে রাখা হয়েছিল ১৩ কর্মকর্তাকে। এনিয়ে সমালোচনা হওয়ার পর বহর সংখ্যা ছোট করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

শেষ পর্যন্ত প্যারিসে যাওয়ার অনুমতি পেয়েছেন কেবল ৭ কর্মকর্তা।
 
প্যারালম্পিক কমিটির সভাপতি আব্দুস সালামের সঙ্গী হিসেবে তার স্ত্রী রেবেকা সুলতানা যেতে পারছেন না। শেফ ডি মিশন ফখরুদ্দিন হায়দারের সঙ্গী হিসেবে যেতে পারছেন না তার স্ত্রী নিগার হায়দারও।

গতকাল যদিও মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দীন আহমেদ জানিয়েছিলেন, শেষ মুহূর্তে তাদের এই সফর বাতিল সম্ভব নয়। তবে গণমাধ্যমের খবর আমলে নিয়ে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নির্দেশে পূর্বের জিও বাতিল করে ২ খেলোয়াড়, কোচ, ফিজিওসহ ৭ জনের নতুন জিওর অনুমোদন দিয়েছেন।  
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।