ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় আলকারাসের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, আগস্ট ৩০, ২০২৪
দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় আলকারাসের

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাস।  

আজ সকালে ৭৪তম বাছাই নেদারল্যান্ডের বোটিক ফন ডে জান্ডসচুলপের কাছে ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হেরে গেছেন ২০০২২ সালের চ্যাম্পিয়ন ও তৃতীয় বাছাই আলকারাস।

তার এমন বিদায় রীতিমতো চমকে দেওয়ার মতোই। কারণে আগের তিন আসরে কমপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। এই মৌসুমেই তিনি জিতে নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। ইউএস ওপেন জিতলেই এক মৌসুমে তিন গ্র্যান্ডস্ল্যাম জেতা তৃতীয় খেলোয়াড় হওয়ার কীর্তি গড়তে পারতেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।