ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

প্রথমবারের মতো অনুষ্ঠিত বিএসপিএ মেডিকেল ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, ডিসেম্বর ১৯, ২০২৪
প্রথমবারের মতো অনুষ্ঠিত বিএসপিএ মেডিকেল ক্যাম্প

আজ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেছেন।

 

মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া ডাক্তাররা হলেন হলেন- গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, নিউরোলজি বিভাগের ডা. রাশেদুল ইসলাম, নাক-কান-কলা বিভাগের ডা. বাধান কুমার দে, ডায়াবেটোলজি এন্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চক্ষু বিভাগের অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ, নেফ্রোলজি বিভাগের ডা. তোফায়েল আহমেদ চৌধুরী ও কার্ডিওলজি বিভাগের ডা. ইশা আব্দুল্লাহ আলী। বিএসপিএ’র সদস্যরা ও তাদের পরিবার মিলিয়ে প্রায় শতাধিক সদস্য এই মেডিকেল ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলাদেশ সময় : ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।