বাংলাদেশের কাবাডি খেলায় দীর্ঘদিনের এক প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে—প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কাবাডি খেলোয়াড়দের মাসিক বেতন।
আজ শনিবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে রাজধানীর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে অনূর্ধ্ব-১৮ নারী কাবাডি দলের ২০ জন খেলোয়াড়কে মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে। এ দলটি চলতি বছর বাহরাইনে অনুষ্ঠেয় ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নেবে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে ধাপে ধাপে ছেলেদের দলকেও এই বেতন কাঠামোর আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনের আরও জানানো হয়েছে, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আগামী ২৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ৬৪টি জেলা।
প্রতিযোগিতাটিকে কার্যকরভাবে পরিচালনার জন্য দেশব্যাপী আটটি জোনে ভাগ করা হয়েছে দলগুলোকে। জোনগুলোর নাম রাখা হয়েছে দেশের প্রধান নদনদীর নামে—পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, রুপসা, ধানসিঁড়ি, সুরমা এবং মধুমতি। এছাড়া কাবাডি খেলোয়াড়দের জন্য মাসিক বেতনের ব্যবস্থা করছে ফেডারেশন।
প্রতিটি জোনে আটটি করে জেলা প্রতিদ্বন্দ্বিতা করবে। জোন পর্যায়ের খেলা শুরু হবে বগুড়ার পদ্মা জোন থেকে এবং শেষ হবে মধুমতি জোনের গোপালগঞ্জে। প্রতিটি জোনের খেলার জন্য নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করা হয়েছে। রংপুর, টাঙ্গাইল, কুমিল্লা, যশোর, বরিশাল ও সিলেটে জোনভিত্তিক খেলা অনুষ্ঠিত হবে। জোনাল খেলা শেষে প্রতিটি জোনের চ্যাম্পিয়ন দল নিয়ে আয়োজিত হবে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ। সেখান থেকে সেরা চারটি দল সার্ভিসেস দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় চ্যাম্পিয়নশিপে।
কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে নারী কাবাডি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী ১৫ সদস্যের দলও ঘোষণা করা হয়েছে। ভারতের হায়দরাবাদে ৩ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। সিনিয়র খেলোয়াড় রুপালিকে অধিনায়ক করে দল গঠন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন কাবাডি খেলার সঙ্গে যুক্ত থাকায় এবং এটি তার শেষ আন্তর্জাতিক আসর হওয়ায় সম্মানজনক বিদায় দিতেই রুপালিকে অধিনায়ক করা হয়েছে।
তবে দুঃখজনকভাবে ওই বিশ্বকাপের আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাছে আয়োজকদের পাঠানো এক মেইলে জানানো হয়, অংশগ্রহণকারী দেশগুলো সময়মতো টিম কন্টিনজেন্টের বিস্তারিত না দেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে দেরি হয়েছে। ফলে নারী কাবাডি বিশ্বকাপ আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।
একইসঙ্গে কাবাডির ভবিষ্যৎ গড়ে তুলতে গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স কাবাডি ফেডারেশনের অনুকূলে ২০ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জানান, দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক ধারা বজায় রাখতে কাবাডির মতো জনপ্রিয় খেলার অবকাঠামো উন্নয়ন সময়ের দাবি। ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানান, ১২ একর জমির উপর প্রস্তাবিত এই কাবাডি কমপ্লেক্সে থাকবে ইনডোর জিমনেশিয়াম, সুইমিংপুল, হোস্টেল, দুটি খেলার মাঠ, প্রশিক্ষণ সুবিধা এবং কোচিং স্টাফ ও রেফারিদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ।
সব মিলিয়ে কাবাডির উন্নয়নে একটি বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত ঘোষিত ক্রীড়াপঞ্জিতে জাতীয় পর্যায়ে ১০টি এবং আন্তর্জাতিক পর্যায়ে ৭টি ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের। একই সময়ে চারটি প্রশিক্ষণ ক্যাম্পও আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এআর/এমএইচএম