বাংলাদেশের রেসার অভিক আনোয়ার মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে কার রেসিংয়ের সময় ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) বিকেলে তার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, “সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে অংশগ্রহণের সময় অভিকের গাড়িটি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। বর্তমানে তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে এবং সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। ”
এর আগে শনিবার সকালে একটি পোস্টে অভিক আনোয়ার কোয়ালিফাইং রাউন্ড সম্পর্কে জানিয়েছিলেন, “গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশাআল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করবো!”
উল্লেখ্য, অভিক আনোয়ার বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কার রেসার হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দেশের পতাকা তুলে ধরেছেন। তার এই দুর্ঘটনায় ভক্ত-অনুরাগীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এআর/এমএইচএম