ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

খেলা

ফ্লায়ারস কর্পোরেট কাপে চ্যাম্পিয়ন বিকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, জুলাই ২৭, ২০২৫
ফ্লায়ারস কর্পোরেট কাপে চ্যাম্পিয়ন বিকাশ

ফ্লায়ারস কর্পোরেট কাপে চ্যাম্পিয়ন হয়েছে বিকাশ। ফাইনালে সিটি ব্যাংককে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা।

গত দুই আসরের চ্যাম্পিয়ন সিটি ব্যাংক এবার শিরোপা ধরে রাখতে পারেনি।

ফ্লায়ারস কর্পোরেট কাপের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে। বিশ্বমানের সুযোগ-সুবিধার কারণে আয়োজকরা এবারের আসরের ভেন্যু হিসেবে বসুন্ধরাকে বেছে নেয়।

এবারের টুর্নামেন্ট কাপ, বোল এবং প্লেট; তিনটি ক্যাটাগরিতে আয়োজিত হয়েছে। কাপ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিকাশ। বোল বিভাগে শিরোপা জিতেছে নগদ। আর প্লেট বিভাগে বসুন্ধরাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আশুটেক্স।

টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান ফ্লায়ারস স্পোর্টসের সিইও ও ম্যানেজিং পার্টনার আশিক জামান বলেন, ‘এবার আমরা বসুন্ধরায় আয়োজন করেছি, কারণ এখানে বিশ্বমানের সুযোগ-সুবিধা রয়েছে। তারা আমাদের যেসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তার সবই বাস্তবে দিয়েছে। আশা করি ভবিষ্যতেও আমরা এমন সহযোগিতা পেয়ে যাব। ’

উল্লেখ্য, গত ২৪ জুলাই থেকে বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই আসর শুরু হয়। এবারের টুর্নামেন্টে মোট ১৫টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল বিকাশ, সিটি ব্যাংক, ইউসিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল) ও দেশের অন্যান্য শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।