ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

স্কুল হকিতে আহমেদ বাওয়ানী ‍ও ওয়েস্টের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
স্কুল হকিতে আহমেদ বাওয়ানী ‍ও ওয়েস্টের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা’য় ঢাকা ভেন্যুতে মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে আহমেদ বাওয়ানী একাডেমী ৩-২ গোলে সাটির পারা কেকে ইন্সটিটিউটকে এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট এন্ড হাইস্কুল ২-০ গোলে হারায় নারায়ণগঞ্জ হাইস্কুল এ্যান্ড কলেজকে।



আগামীকাল বুধবার বাছাই পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হবে। নারায়নগঞ্জ হাই স্কুল বনাম বিএএফ শাহীন স্কুলের খেলাটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করবে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৫০, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।