ঢাকা: ফেডারেশন কাপের সবচেয়ে উত্তেজনা পূর্ন ম্যাচটি ছিল আজ মঙ্গলবার। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী শেখ জামালের মুখোমুখি হয়েছিল অপেক্ষাকৃত দুর্বল ব্রাদার্স ইউনিয়ন।
ফলে অতিরিক্ত সময়ে পা বাড়ায় ম্যাচটি। কিন্তু অতিরিক্ত সময়ে ম্যাচের ফলাফল অপরিবর্তীত থাকার পরে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। কিন্তু প্রথম পাঁচ শটে দুই দলই ৪-৪ গোলে অমিমাংসিত থাকায় সাডেন ডেথের দিকে এগিয়ে যায় ম্যাচ। সাডেন ডেথে শেখ জামালের ওয়েডসন গোল করলেও ব্রাদার্সের হাবিব মিয়ার শট আটকে দেয় জামালের গোলরক্ষক হিমেল। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
গ্রুপ পর্বে দুই ম্যাচে দুটি ড্র করে ভাগ্যদেবীর আশির্বাদে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাদার্স। কিন্তু সেই দলটিই সবাইকে চমকে দিয়ে জামালের বিপক্ষে আক্রমণাত্বক ফুটবলের অপূর্ব ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে।
পুরো ম্যাচ জুড়েই ছিল অঘটনের আলামত। ১৫ মিনিটে ব্রাদার্সের মিডফিল্ডার কাউসার আলী রাব্বির কৌনিক শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন শেখ জামালের গোলরক্ষক মাঝহারুল ইসলাম। প্রথমার্ধের প্রায় পুরোটা দুরন্ত জামালকে আটকে রেখেও শেষ রক্ষা হয়নি ব্রাদার্সের। প্রথমার্ধের তখন ৫০ সেকেন্ড বাকি।
সেসময়ই ব্রাদার্সের জালে বল পাঠায় মারুফুল হকের শীষ্যরা। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে ব্রাদার্সের বক্সে ঢুকে শট নেন জামালের গামবিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে। তার শট দক্ষতার সঙ্গেই ফিরিয়ে দিয়েছিলেন ব্রাদার্সের অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। কিন্তু ফিরতি বলে বক্সে দাড়িয়ে থাকা জামালের হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেইন্ট প্রিয়াক্স শক্তিশালী শটে পরাস্থ করেন বিপ্লবকে (১-০)। প্রথমার্থ শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিয়ে যায় শেখ জামাল।
কিন্তু দ্বিতীয়ার্ধে শুরুতেই নাটকীয় পরিবর্তন আসে ম্যাচে। ম্যাচে ফিরতে অপ্রাণ চেষ্টা করতে থাকে ব্রাদার্স ইউনিয়ন। ৫১ মিনিটে সমতায় ফেরে তারা। ব্রাদার্সের হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসনের পাস দেন সতীর্থ কাউসার আলীকে। তিনি বল নিয়ে জামালের বক্সে ঢুকে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন (১-১)। এর পরের কয়েক মিনিটে একের পর এক আক্রমণ সানিয়ে জামাল শিবিরে আতংক সৃষ্টি করেন নাইমুদ্দিনের শীষ্যরা।
৫৬ মিনিটে অঘটন ঘটান ব্রাদার্সের নাইজেরিয়ান ডিফেন্ডার এডামস জানকাসা। বল নিয়ে জামালের বক্সে ঢুকে বল জালে পাঠান এই নাইজেরিয়ান (২-১)। উল্লাসে মাতে ব্রাদার্স শিবির। তবে ৮২ মিনিটে আবারো ম্যাচে সমতা আসে। রুবেল মিয়ার ক্রসে বল পেয়ে কাল বিলম্ব না করে ব্রাদার্সের জাল কাঁপান জামালের গামবিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে (২-২)।
নির্ধারিত সময় শেষে ম্যাচটি অমিমাংসিত রয়ে যায় ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়ের কোন দলই গোলের মুখ দেখেনি। এরপর টাইব্রেকারেও দুই দলই ৪-৪ গোলে সমতায় বৃত্তে ফিরে আসে আবার। ফলে সাডেন ডেথ অনিবার্য হয়ে পড়ে ম্যাচে। আর সাডেন ডেথে শেখ জামালের ওয়েডসন গোল করলেও ব্রাদার্সের হাবিব মিয়ার শট আটকে দেয় জামালের গোলরক্ষক হিমেল।
এ জয়ের ফলে সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়েছে ধানমন্ডি পাড়ার দল শেখ জামালের।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫