ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

পুরস্কৃত হলেন দাবাড়ুরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
পুরস্কৃত হলেন দাবাড়ুরা ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুরস্কার বিতরনের মাধ্যমে সমাপ্ত হল গোল্ডেন স্পোর্টিং ক্লাব আয়োজিত শহীদ শেখ মনি মেমোরিয়াল আন্তর্জাতিক রেটিং দাবা। এ উপলক্ষে দাবা ফেডারেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন স্পোর্টিং ক্লাব সভাপতি আমির আলী রানা।

৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে আসরটির চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। টাইব্রেকিংয়ে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানারআপ, দেবরাজ চ্যাটার্জ তৃতীয় এবং ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ চতুর্থ স্থান পেয়েছেন।

সাত পয়েন্ট করে নিয়ে নেপালের লামা হিমাল পঞ্চম ও সাইফুল ইসলাম চৌধুরী ষষ্ঠ স্থান লাভ করেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।