ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। ম্যাচটি শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি।
উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের জোড়া গোলে ২-১ ব্যবধানে ম্যাসসিটিকে হারায় বার্সা। তবে, দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে মেসির পেনাল্টি শট আর প্রতিহত শটের পর ফিরতি বলে হেড করা বলটি ম্যানসিটির জালে জড়াতে না পারলে ৩-১ ব্যবধান নিয়ে ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগের ম্যাচে নামতে পারত কাতালানরা।
কিন্তু তারপরও বার্সা কোচ লুইস এনরিক দলের প্রাণভোমরা মেসিকেই সমর্থন দিয়ে চলেছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, মেসিই আমার দলের সব পেনাল্টি নেওয়ার যোগ্য। পরের ম্যাচগুলোতেও আমি মেসিকে পেনাল্টি শট নিতে দেখতে চাই।
এনরিক আরও বলেন, কে পেনাল্টি শট নষ্ট করলো আর কে শটটি রুখে দিল, সেটি নিয়ে আমি মোটেই ভাবছি না। আমি পরের পেনাল্টি শটগুলোতেও মেসিকেই দেখতে চাই। তার উপর আমার পূর্ণ আস্থা আছে।
এ মৌসুমে মেসি তিনবার পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করলেন। এর আগে আর্জেন্টাইন অধিনায়ক গত বছরের সেপ্টেম্বরে লেভান্তের বিপক্ষে আর ব্রাজিলের বিপক্ষে দুটি পেনাল্টি থেকে গোলের আদায় করতে ব্যর্থ হন।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৫