ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন প্রথম জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
ওয়ালটন প্রথম জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ৬ মার্চ থেকে শুরু হচ্ছে ওয়ালটন প্রথম জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপ ২০১৫। এ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাসহ মোট ১৩টি দল অংশ নিচ্ছে।

এর মধ্যে পুরুষ ৯টি ও মহিলা দল ৪টি। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

পল্টনস্থ কাবাডি মাঠে ৬ মার্চ সকালে প্রতিযোগিতাটির উদ্বোধন হবে।

এ বিষয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফ এম ইকবাল বিন আনোয়ার, সাধারণ সম্পাদক শামীম আল মামুনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্যরা।

এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে। আর তৃতীয় স্থান অধিকারী দলকে ও খেলোয়াড়দের ক্রেস্ট ও মেডেল দেয়া হবে। এছাড়া বাইরের জেলার দলগুলোকে যাতায়াত, থাকা ও খাওয়ার সুব্যবস্থা প্রদান করা হবে। ৭ মার্চ টুর্নামেন্টটির পর্দা নামবে।  

‘থ্রোবল’খেলাটি বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই অপরিচিত। ১৯৩৯ সালে অস্ট্রেলিয়ায় প্রথম শুরু হয় থ্রোবল খেলা। থ্রোবল খেলাটি অনেকটা ভলিবলের মতোই। কিন্তু সামান্য পার্থক্য রয়েছে। এরপর ১৯৫০ সালে ভারতে শুরু হয় এই খেলা। আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে। এ যাত্রায় বাংলাদেশেও চলে আসে থ্রোবল খেলা।

২০১২ সালে সাবেক খ্যাতিমান ভলিবল খেলোয়াড় আবুল কাশেম খান বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এরপর গেল কয়েক বছরে আন্তর্জাতিক বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়ে বাংলাদেশ থ্রোবল দল সাফল্য পেয়েছে। এর মধ্য দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের যাত্রা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।