ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বুধবার উড়াল দিচ্ছেন সাবিনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বুধবার উড়াল দিচ্ছেন সাবিনা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, যিনি বিদেশী ক্লাবের হয়ে খেলতে যাওয়া প্রথম বাংলাদেশী ফুটবলার। এবার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মালদ্বীপের একটি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়ে খেলতে যাচ্ছেন সাবিনা খাতুন।



সাবিনার পারিশ্রমিকটা বেশ ভালোই। তিনি পাচ্ছেন প্রায় ৮০০ ডলার। এটি বাংলাদেশ মহিলা ফুটবলের জন্য একটি মাইলফলক।

ঢাকা মাঠে হালি হালি গোল করার বেশ খ্যাতি আছে সাবিনার। এক ম্যাচে সর্বোচ্চ ১৪ গোল করার রেকর্ড রয়েছে এই গোলমেশিনের। সাতক্ষীরার এই ফুটবলার গেল নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে চার গোল করেছিলেন। চার গোলের দুটি করেছিলেন মালদ্বীপের বিপক্ষে। সেদিন তার ক্রীড়া শৈলীতে মুগ্ধ হয়েছিল মালদ্বীপের ফুটবল কোচ ও কর্মকর্তারা। ফলে দ্বীপরাষ্ট্রটির সুনজর পড়ে সাতক্ষীরার এ তরুণীটির উপর। শেষ পর্যন্ত মালদ্বীপ পুলিশ ক্লাব তার সাথে চুক্তিবদ্ধ হয়।

বুধবার তিনি মালদ্বীপে উড়াল দিবেন। মালদ্বীপের অনুষ্ঠেয় ফুটবল টুর্নামেন্ট 'ক্লাব মালদ্বীবস ওম্যান ফুটসাল ফিয়েস্তা ২০১৫' চলবে ১৪ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফুটবলার সাবিনা খাতুন, বাফুফের মহিলা ফুটবল উইংয়ের ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, মহিলা উইংয়ের কর্মকর্তা আশয়া জামান খুকি ও নাসরিন আখতার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন বলেন, ' আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যেন ভালো খেলতে পারি। এবার সাফে পাকিস্তানে খেলতে গিয়ে মালদ্বীপের বিপক্ষে ভালো খেলার ফলে ওদের নজরে আসি। যার ফলে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করে তারা। '

তিনি আরও বলেন, 'আমার উঠে আসার পেছনে আকবর স্যারের অবদান বেশী (সাতক্ষীরা জেলা ফুটবল কোচ)। কোচ আমাকে সিটিসেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করে দেন। মালদ্বীপের এ টুর্নামেন্টে আমি ভালো খেলতে চাই। টুর্নামেন্টের সেরা গোল স্কোরার হতে চাই। '

মহিলা ফুটবল উইংয়ের ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন বলেন, ' বাংলাদেশের মহিলা ফুটবল যে এগিয়ে গেছে তার প্রমাণ সাবিনার খেলতে যাওয়া। আমি আশাবাদী ভবিষ্যতে এরই ধারাবাহিকতায় বিদেশে খেলার সুযোগ পাবে অনেকেই। সাবিনাকে নেয়ার জন্য গত একমাস ধরে মালদ্বীপের দলটি যোগাযোগ করে আসছিল। '
 
উল্লেখ্য, সাবিনা খাতুন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা এবং বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার যিনি বিদেশের মাটিতে ফুটবল খেলবেন। সাবিনা বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিজেএমসির হয়ে খেলে থাকেন। প্রায় চার বছর ধরে জাতীয় দলের সহ-অধিনায়কত্বের দায়িত্বটা পালন করে আসছেন দেশসেরা অন্যতম এ ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।