ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পর্দা উঠলো পাইওনিয়ার ফুটবল লিগের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
পর্দা উঠলো পাইওনিয়ার ফুটবল লিগের

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং আড়ং ডেইরির সহযোগিতায় ‘আজকের কিশোর আগামীর তারকা’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার পল্টন আউটার স্টেডিয়ামে ২৫তম পাইওনিয়ার ফুটবল লিগের পর্দা উঠলো।

প্রতিযোগিতাটির উদ্বোধন করেন লিগের সভাপিত এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়।

এ সময় উপস্থিত ছিলেন- ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত মোস্তফা।

এর আগে দুপুরে পাওইনিয়ার ফুটবল লিগের উদ্বোধন উপলক্ষে একটি ৠালির আয়োজন করা হয়। র‍্যালিটি বাফুফে ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষীণ করে পল্টন আউটার স্টেডিয়ামে এসে শেষ হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে টাঙ্গাইল ও ফুটবল সাপোর্টার্স ফোরামের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

৬ মার্চ থেকে এর মূল পর্বের খেলা শুরু হবে। দুপুর ২টায় হাসনাবাদ স্পোর্টিং ক্লাব ও মাদারবাড়ী শোভানীয়া ক্লাব চট্টগ্রাম দলের খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে এবারের পাইওনিয়ার ফুটবল লিগ।

উল্লেখ্য, এবারের লিগে অংশ নিচ্ছে ৫৯টি দল। খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন আউটার স্টেডিয়ামে, মোহাম্মদপুর ঈদগাহ মাঠ, বাসাবো তরুণ সংঘ, লালবাগ মাঠ ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে। পাইওনিয়ারের সেরা তিনটি দল খেলবে আগামী মৌসুমের তৃতীয় বিভাগে। চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি এক লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘন্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।