ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আদমজী পাবলিক স্কুলে তায়কোয়ানডো প্রশিক্ষণ সমাপ্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
আদমজী পাবলিক স্কুলে তায়কোয়ানডো প্রশিক্ষণ সমাপ্ত

ঢাকা: বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে আজ বুধবার শেষ হলো আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রদের আত্বরক্ষামূলক মার্শাল আর্ট তায়কোয়ানডো প্রশিক্ষণ কোর্স। আদমজী  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে গত ১৫ ফেব্রুয়ারি  থেকে শুরু হওয়া ১৯দিন ব্যাপী তায়কোয়ানডো প্রশিক্ষণের শেষ দিন ছিল বুধবার।



এই কর্মশালাতে স্কুলের বিভিন্ন শ্রেনীর এক হাজার ছাত্র অংশ গ্রহন করে।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেয়া এক হাজার ছাত্রের মধ্য থেকে বাছাইকৃত ৩০জন ছাত্রকে ফেডারেশনের পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ পোষাক প্রদান ও অংশ নেয়া সকল ছাত্রকে  সনদপত্র প্রদান করা হয়। স্কুলের খেলার মাঠে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সামনে তায়কোয়ানডো  শেখা  ছাত্ররা সেলফ ডিফেন্স এর নানা কৌশল প্রদর্শন করে। তারা দেখায় আত্বরক্ষার নানা কৌশল এবং তায়কোয়ানডো জানা  থাকলে কত সহজে শত্রুকে  পরাস্ত করা যায়।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মজিবুর রহমান, পিএসসি, কমান্ডার ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মনজুর মোরশেদ, পিএসসি। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।