ঢাকা: কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক ভিয়ারিয়ালের ঘরের মাঠ ক্যাম্প এল মাদ্রিগালে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দ্বিতীয় লেগের ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে এ আসরের ফাইনালে উঠল বার্সা।
গত ১১ ফেব্রুয়ারি প্রথম লেগে লুইস এনরিকের বার্সা নিজেদের মাঠে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল।
কাতালানদের কোচ লুইস এনরিক এ ম্যাচে শুরুর একাদশে মাঠে নামিয়েছিল টার স্টেগেন, মনতোয়া, জেরার্ড পিকে, জাভিয়ের মাসচেরানো, জরদি আলবা, রাফিনহা, বাসকুয়েটস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারকে। শুরু থেকেই এনরিক তার শিষ্যদের ৪-৩-৩ ফরমেশনে খেলাতে থাকেন।
ম্যাচের শুরুতেই গোল পায় বার্সা। ব্রাজিল অধিনায়ক নেইমারের গোলে লিড নেয় কাতালানরা। ম্যাচের তৃতীয় মিনিটে আর্জেন্টাইন অধিনায়ক মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন নেইমার। ফলে, ১-০’তে এগিয়ে যায় অতিথি হিসেবে খেলতে নামা বার্সা।
তবে, খেলার ৩৯তম মিনিটে সমতায় ফেরে ভিয়ারিয়াল। জাউমির অ্যাসিস্ট থেকে গোল করেন জোনাথন সান্তোস।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
বিরতির পর ম্যাচের ৬৫তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। নেইমারকে অবৈধভাবে বাধা দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন ভিয়ারিয়ালের টমাস পিনা।
খেলার ৬৯ মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ। আর ৭২ মিনিটে ব্রাজিল তারকা নেইমারও গোলের সহজ সুযোগ নষ্ট করেন। ভিয়ারিয়ালের গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করতে পারেননি নেইমার।
৭৩ মিনিটের মাথায় বার্সার হয়ে দ্বিতীয় গোল করেন লিভারপুলের সাবেক তারকা সুয়ারেজ। জাভিয়ের মাসচেরানোর বাড়ানো বলে ভিয়ারিয়ালের ডিফেন্ডার আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে একক প্রচেষ্টায় ডানপায়ের শটে গোলটি করেন সুয়ারেজ।
ম্যাচের ৮৮ মিনিটে বার্সার হয়ে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। জাভির অসাধারণ পাস থেকে বল পেয়ে হেডের মাধ্যমে গোলটি করেন নেইমার। ফলে, বার্সা দ্বিতীয় লেগের এ ম্যাচে ৩-১ গোলে এগিয়ে যায়।
খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। আর এ জয়ের ফলে ৬-২ এগ্রিগেটে এগিয়ে থেকে কোপা দেল রে’র ফাইনালে উঠলো স্প্যানিশ জায়ান্ট বার্সা।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘন্টা, ০৫ মার্চ ২০১৫